www.kishoreganjnews.com

জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে কিশোরগঞ্জকে স্বর্ণ এনে দিলেন শাওন[ কিশোরগঞ্জ নিউজ ডেস্ক | ৬ নভেম্বর ২০১৭, সোমবার, ১২:৫০ | খেলা ]


রোববার (৫ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উদ্বোধন হয় ৩৩তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক প্রতিযোগিতার। দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধনী দিনেই আলো ছড়ালেন কিশোরগঞ্জের অ্যাথলেট মাহমুদুল হাসান শাওন। কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার এই অ্যাথলেট ১২.৭৯ মিটার দূরত্বে শটপুট নিক্ষেপ করে গোল্ড মেডেল পেয়ে সবার নজর কেড়েছেন। তার সঙ্গে বিকেএসপির প্রতিদ্বন্দ্বীরা কুলিয়ে উঠতে পারেননি।

কিশোরগঞ্জ জেলা দলের ম্যানেজার শফিকুল রহমান কাজল ১৩ জন অ্যাথলেট নিয়ে এই প্রতিযোগিতায় এসেছেন। তাদের ইভেন্ট জ্যাভলিন, শটপুট, ২০০ ও ৮০০ মিটার দৌড়।

প্রথম দিনেই শটপুটে স্বর্ণ জিতে উচ্ছ্বসিত কাজল জানালেন, ‘অবশ্যই ভালো লাগছে। জেলা শহরগুলোতে সাধারণত সুযোগ সুবিধা কম থাকে। কোনো আসর হলেই অল্প কয়েক দিনের ট্রেনিং হয়। বর্তমানে নতুন ক্রীড়া কর্মকর্তা (আল-আমিন সবুজ) আসায় কিছুটা পরিবর্তন আসতে শুরু করেছে। এমন একটা সময় প্রতিযোগিতা হচ্ছে যখন চলছে জেএসসি পরীক্ষা। ৫০ জন থেকে বাছাই করে ১৩ জনকে নিয়ে ঢাকায় এসেছি।’[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবরপ্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com