www.kishoreganjnews.com

মানুষের ভালবাসা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় নূর মোহাম্মদের



[ রফিকুল হায়দার টিটু, কটিয়াদী | ৮ নভেম্বর ২০১৭, বুধবার, ১১:২৬ | রাজনীতি ]


মানুষের ভালবাসা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সাবেক পুলিশ প্রধান, কূটনীতিক ও সচিব নূর মোহাম্মদ। বুধবার কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় নূর মোহাম্মদ বলেন, আমি কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নই। মানুষের ভালবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। এলাকার উন্নয়নে কাজ করার লক্ষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের প্রার্থী হিসাবে আপনাদের সহযোগিতা চাই।

জালালপুর ইউনিয়নের মস্তোফা কামাল বহুমুখি এগ্রো ফার্মে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডা. মো. আব্দুল মুক্তাদির ভূঞা।

এতে অন্যদের মধ্যে রফিকুল ইসলাম মজনু, নূরুজ্জামান মাস্টার, মুর্শিদ উদ্দিন মাস্টার, মো: ইসমাইল, কুতুব উদ্দিন সরকার, জয়নাল আবেদীন, মস্তোফা কামাল প্রমুখ বক্তৃতা করেন।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com