পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। জাঙ্গালিয়া ইউনিয়ন স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন।
উপজেলা যুবলীগের সদস্য আতাউর রহমান নয়ন এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক সঞ্জু, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান একেএম ফজলুল হক বাচ্চু, জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান সরকার শামীম আহমেদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক হেলাল উদ্দিন ও যুগ্মআহ্বায়ক একরাম হোসেন টিপু।
এতে অন্যদের মধ্যে জাঙ্গালিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আবদুছ ছাত্তার, পাকুন্দিয়া ডিগ্রি কলেজের সাবেক ভিপি আবদুল হাকিম, জেলা যুবলীগের সদস্য সাবেক ভিপি মো. ফরিদ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মোহাম্মদ এখলাছ উদ্দিন, পৌর যুবলীগের আহ্বায়ক নাজমুল হক দেওয়ান প্রমুখ বক্তব্য রাখেন। সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবলীগের সদস্য মো. মাসুদ মিয়া।
সম্মেলনে ইউনিয়ন যুবলীগের সভাপতি পদে শামছুল আলম, শরিফুল ইসলাম শরীফ ও সেলিম মিয়া, সাধারণ সম্পাদক পদে মনিরুল ইসলাম বাবলু, মাজহারুল ইসলাম তাজ উদ্দিন ও শহীদুল ইসলাম শহীদ এবং সাংগঠনিক সম্পাদক পদে আতাউর রহমান মামুন প্রার্থিতা ঘোষণা করেন।