www.kishoreganjnews.com

জননী[ মুহাম্মদ জাহিদুল ইসলাম | ১৩ নভেম্বর ২০১৭, সোমবার, ৭:২৪ | সাহিত্য ]


জননী তুমিতো প্রসব ব্যাথায়
ফুকারী সহ্য করে
আঁখি জল ফেলে জন্ম দিয়েছ
চিত্তের সুখ তরে৷

জননী তুমিতো সন্তান তরে
সকল বেদনা ভুলে
চিত্তের সুখে আপন হৃদয়ে
স্বহস্তে নাও কোলে৷

জননী তুমিতো জীর্ণ শীর্ণ
পরিধেয় পরিধানে
এলোমেলো কেশে পরিবার তরে
সুখ কর্মের তানে৷

জননী তুমিতো বর্ণমালার
গৃহ শিক্ষিকা
আজারী লগ্নে ব্যথার গাত্রে
অধম তুমি সেবিকা৷

জননী তুমিতো নীল আকাশের
দীপ্ত ভোরের আলো
সকল বেদনা ভুলে যাওয়ার
তিমির রাতের কালো৷

জননী তুমিতো মহান প্রভুর
পরবর্তীতে স্থান
বিশ্বের বুকে সন্তান তরে এক
অপরুপ দান৷[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com