হোসেনপুর উপজেলায় এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী ৪ হাজার ১শ’ ২৮জন। এছাড়া ইবতেদায়ী পরীক্ষার্থীর সংখ্যা ৩শ’ ৯২ জন। উপজেলার মোট ১১টি পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষা গ্রহণ করা হবে।
এ উপলক্ষে বুধবার প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ প্রস্তুতি সভার আয়োজন করে উপজেলা শিক্ষা অফিস।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে সভায় ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাদিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষক মো. আতাউল বারী, মো. নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।