শনিবার ভোররাতে তাড়াইল বাজারের নদীঘাট এবং আবাসিক এলাকায় ২৫০ গজের ব্যবধানে অবস্থিত দু’টি পাটগুদামে রহস্যজনক ভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কিশোরগঞ্জ, তাড়াইল ও ঈশ্বরগঞ্জ থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সম্মিলিত প্রচেষ্টায় সকালে আগুন নিয়ন্ত্রণে আসে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, পাটগুদাম দু’টির মালিক দুই হিন্দু ব্যবসায়ী। তাদের একজন নিরঞ্জন সরকার ও অপরজন পরেশ পাল। এর মধ্যে নিরঞ্জন সরকারের গুদামে দুই হাজার একশ’ মণ পাট এবং পরেশ পালের গুদামে এক হাজার একশ’ ৫০ মণ পাট এবং ৫০ বস্তা বাদাম ছিল বলে জানা গেছে।