www.kishoreganjnews.com

‘এই বার আর আমরার ঈদ নাই’



[ বিশেষ প্রতিনিধি | ২৫ জুন ২০১৭, রবিবার, ৩:২৮ | হাওর ]


আগাম বন্যা কবলিত কিশোরগঞ্জের হাওরাঞ্চলের মানুষের ঈদ আনন্দ ম্লান হয়ে গেছে। ঈদ দুয়ারে কড়া নাড়লেও সেখানে ঈদের আমেজ নেই।

চরম অর্থকষ্টে দিন কাটছে হাওরের মানুষের। অর্থাভাবে বেশিরভাগ পরিবারেই এখনো কেনা হয়নি নতুন কোন জামাকাপড়। হাওরে মাছ ধরে কেউ কেউ কোনরকমে জীবনধারণ করছেন।

আবার অনেকেই জীবিকার তাগিদে ছেড়েছেন হাওরের নিজ গ্রাম। সেসব পরিবারের সদস্যরা গৃহকর্তার ফেরার আশায় দিন গুণছেন। ফলে দারিদ্রপীড়িত হাওরের মানুষের মাঝে ঈদ নিয়ে বাড়তি কোন উচ্ছ্বাস নেই।

স্থানীয়রা জানান, হাওর অধ্যুষিত ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা মূলত একফসলী এলাকা। এখানকার একমাত্র ফসল বোরো ধান। চৈত্রের আগাম বন্যায় সেই বোরো ফসল হারিয়ে হাওরের কৃষক নিঃস্ব হয়ে পড়েছেন। অথচ সংসারের খোরাকি, ছেলে-মেয়েদের লেখাপড়া, হাট-বাজার এমনকি বিয়েশাদিসহ উৎসব-পার্বণের সব খরচ নির্বাহ করা হতো এই বোরো ধান বিক্রির টাকা দিয়ে।

খেয়ে-পরে বেঁচে থাকার একমাত্র অবলম্বন বোরো ধান হারিয়ে কৃষকের মাঝে এখনো বিষাদের ছায়া। আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরবাসীর যখন ঈদের আনন্দ উপভোগ করার কথা, তখন তারা ঘুরে দাঁড়ানোর জন্য প্রাণান্ত সংগ্রামে ব্যস্ত। তাই ঈদ তাদের জীবনে খুশি বয়ে আনতে পারেনি।

ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের করণশী গ্রামের বর্গাচাষী আদম খাঁ (৫০) এবার ২ একর জমি করেছিলেন। জমি করতে গিয়ে মহাজনের কাছ থেকে দেড়ি সুদে ১৪ হাজার টাকা ছাড়াও একটি এনজিও থেকে ঋণ নিয়েছিলেন তিনি। আগাম বন্যার পানিতে জমি তলিয়ে যাওয়ার পর থেকেই আছেন মহাসংকটে। আদম খাঁ বললেন, ‘পানিতে খেত যাঅনে অহন বাইচ্যা থাহনের আশাডাও শেষ অইয়্যা গেছে। ঘরে খাঅনই নাই, হের ওপরে রেইনের চাপ। চাইট্টা মুখ যে কিতা দিয়া ভরমু, আল্লাঅই জানে। এর মাঝে আইতাছে ঈদ। ঈদ নিয়া চিন্তা করনের আর সুযোগ কই?’

করনশী পশ্চিপাড়ার কৃষক দুলাল মিয়া (৪৫) জানান, তিনি এক একর জমিতে বোরো ধান করেছিলেন। কিন্তু এক মুঠো ধানও ঘরে আনতে পারেননি। দুই ছেলে ও দুই মেয়ে নিয়ে ছয় জনের সংসার চলছে অনাহার-অর্ধাহারে। যেদিন দিনমজুরির কাজ মিলে, সেদিন ঘরে চাল আসে। যেদিন মিলে না, সেদিন সবাই মিলে উপোস করতে হয়। দুলাল মিয়া বললেন, ‘খাইয়্যা বাঁচিনা, অহন পোলাপানরে ঈদঅ জামা-কাপড় দিমু কেমনে!’

করনশী পশ্চিপাড়ারই ইদ্রিছ মিয়া (৪৮) জানান, চার একর জমি করেও তিনি আজ নিঃস্ব। এনজিও থেকে ঋণ নিয়ে মাছ ধরার জন্য জাল করেছেন। দুই ছেলে ও দুই মেয়ে নিয়ে তার সাত জনের সংসার। খেয়ে-না খেয়ে থাকাই তার সংসারের এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে জানিয়ে ইদ্রিছ মিয়া বলেন, ‘এইরহম অভাব জীবনে অ দেখছি না। কেউট টাই যে গিয়া সাহায্য পাইমু, হেই অবস্থাও নাই। পোলাপাইনরে লইয়্যা চলন অই দায় অইয়া পড়ছে। ঈদের দিনঅ যে ঠিক মতন কাইতাম পারমু, হেইডা অই শিওর না।’

একই গ্রামের তোতা মিয়া (৫০) তিন একর জমি করে সর্বস্ব হারিয়েছেন। তিন ছেলে, এক মেয়ে আর ছেলের বউ নিয়ে তার আট জনের সংসার। বড় ছেলে গিয়াস উদ্দিন (২৫) জালে ওঠে কোন রকমে সংসার চালাচ্ছেন। ঈদের কথা জিজ্ঞেস করতেই তোতা মিয়ার জবাব, ‘এই বার আর আমরার ঈদ নাই। পোলাপাইন ভাতের লাগি কান্দে। হেরারে ভাত অই দিতাম পারি না।’

কৃষক আজিজুর রহমান জানান, তিনি দেড় একর জমি করেছিলেন। সবই বানের পানিতে তলিয়ে গেছে। এক ছেলে ও এক মেয়ে নিয়ে চার জনের সংসারে এখন শুধুই অভাব। কয়েকদিন বর্শি দিয়ে মাছ শিকার করে সংসার চালিয়েছেন। কিন্তু এখন আর বর্শিতেও মাছ ধরে না। ঈদে ছোট ছেলেমেয়েদের নতুন কাপড় কিনে দেয়ার মতো সামর্থ্যও নাই। বললেন, ‘এই বছর পুরান কাপড় দিয়াই হগলের ঈদ করন লাগব।’

একই গ্রামের কৃষক হাবিবুর রহমান জানান, কেবল তার গ্রামে নয় হাওরের প্রতিটি গ্রামের মানুষেরই একই দুরবস্থা। তিনি সামর্থ্যবান কৃষক হলেও ঘরের মহিষ আর জমি বন্ধক দিয়ে কোনরকমে দিন পার করছেন। তিনি আরো জানান, হাওর পাড়ে এখন আর ধনী-গরিব বলে কিছু নেই। সবারই সমান আকাল দেখা দিয়েছে। ফলে হাওরবাসী অধিকাংশ পরিবারে ঈদের আনন্দ তো দূরের কথা ছোট ছেলে-মেয়েদের ছোটখাটো আবদার রাখার সামর্থ্যও আর নেই।

জয়সিদ্ধি বাজারের কাপড়ের ব্যবসায়ী জাবেদ ঠাকুর বলেন, ‘পানির সাথে ব্যবসাও গেছে গা। ঈদ দেইখ্যা দোকানঅ নতুন কাপড় তুলছিলাম। অইল বিহি-বাট্টা নাই। মানুষ কোন রহমে খাঅনের চিন্তা করতাছে। জামাকাপড় কিনার কোন বাও নাই।’

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাওরের ক্ষুদ্র ও মাঝারি কৃষকেরা মূলত ধার দেনা ও মহাজনের কাছ থেকে সুদের ওপর ঋণ নিয়ে জমি চাষ করে থাকেন। ধান তোলার সাথে সাথেই তাদেরকে ঋণের টাকা পরিশোধ করতে হয়। এ বছর ধান হারিয়ে তারা অবর্ণনীয় দুরবস্থার মধ্যে পড়েছেন।

অনেকে এখন মহাজনের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। প্রকট দারিদ্রের মধ্য দিয়ে দুর্বিষহ জীবনযাপন করলেও জীবনধারণের জন্য তাদের কোন কাজ মিলছেনা। অকাল বন্যা, বর্ষার ভাঙন, মৌসুমী বেকারত্ব এবং দারিদ্রের নির্মম কষাঘাতে জর্জরিত তাদের জীবন। জীবিকার তাগিদে বাধ্য হয়ে হাওরের মানুষ দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে।

কাজের খোঁজে ঢাকা শহরের নূরের চালা, কচুতে, ধামালকোট, ইব্রাহীমপুর, কাফরুল, মীরপুর, গাজীপুরের সালনা, বোর্ডবাজার, কোনাবাড়ী, নারায়নগঞ্জের ফতুল্লা, পাগলা, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, আশুগঞ্জ, সিলেটের ভোলাগঞ্জ, চট্টগ্রামসহ দেশের নানা প্রান্তে তারা পাড়ি জমিয়েছেন।

এ পরিস্থিতিতে হাওরপাড়ে এবার ঈদের আনন্দ নেই বললেই চলে। বরং ফসলহারা কৃষক পরিবারগুলোতে চলছে কষ্ট আর নিরব হাহাকার। ঈদে ভালো খাবার তো দূরের কথা, পরিবারের ছোট ছেলেমেয়েদের নতুন জামাকাপড় কিনে দেয়ার কথা ভাবতেও পারছেন না অনেকেই। চরম অভাব অনটন নিয়েই চোখের জলে ভেসে যাচ্ছে তাদের ঈদ আনন্দ।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]



প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com