কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচী পালন করা হয়েছে। বেসরকারী সংস্থা পিপুল ডেভলাপমেন্ট প্রসেস পিডিপি’র উদ্যোগে উপজেলা গেইটের সামনে শনিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচী পালন শেষে কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়ক অবরোধ করা হয়। ঘন্টাব্যাপি এই অবরোধের সময় কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কের উভয় পাশে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে।
পাকুন্দিয়া ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি মো. ইয়াছিন আরাফত ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আরমানের যৌথ সঞ্চালনায় কর্মসূচীতে পিডিপি’র চেয়ারম্যান ও বিজয় টিভির জেলা প্রতিনিধি আনম তানভীর হায়দার ভূঁইয়া, পাকুন্দিয়া মহিলা কলেজের প্রভাষক আসাদুজ্জামান আসাদ, হাজী জাফর আলী কলেজের প্রভাষক তরীকুল হাসান শাহীন, ঢাকাস্থ পাকুন্দিয়া যুব ফোরামের সাধারণ সম্পাদক আজিজুল হক আজিজ, আনন্দ মটরসের পরিচালক আমির উদ্দিন, ঈশাখা ব্লাড ডোনার কাবের সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ, সাংগঠনিক সম্পাদক সাইফুল হক শিপন, অনার্স এন্ড মাস্টার্স স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি আলমগীর হোসেন জনি, অনার্স এন্ড মাস্টার্স ছাত্র কল্যাণ সংগঠনের সহ সভাপতি আবু হানিফ, উপদেষ্টা হোসাইন মোহাম্মদ ফরহাদ, শেখ রাছেল শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক মাহবুব আজাদ তন্ময় প্রমুখ বক্তৃতা করেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার অন্নপূর্ণা দেবনাথ এবং পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন পল্লী বিদ্যুতের জিএমের সাথে আলোচনা করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।