কিশোরগঞ্জ সদর উপজেলায় খামার যান্ত্রীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষি যন্ত্র সেবা কেন্দ্র উদ্বোধন এবং কম্বাইন হারভেস্টারের মাধ্যমে শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় মঙ্গলবার সকালে উপজেলার মহিনন্দ ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এছাড়া মহিনন্দ ইউনিয়নের পুরাতন ভবনে কৃষি যন্ত্র সেবা কেন্দ্র উদ্বোধন করা হয়।
কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাসউদ প্রধান অতিথি হিসেবে কম্বাইন হারভেস্টারে শস্য কর্তন ও কৃষি যন্ত্র সেবা কেন্দ্র উদ্বোধন করেন।
মহিনন্দ ইউপি চেয়ারম্যান মো. মনসুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার দিলরুবা ইয়াসমিন।
পরে ভদ্রপাড়া গ্রামের কৃষক আলম হোসেনের আমন জমিতে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কেটে এ প্রযুক্তির উদ্বোধন করেন ইউএনও মো. আব্দুল্লাহ আল মাসউদ। এ সময় কয়েকশ’ কৃষকসহ স্থানীয় লোকজন অত্যাধুনিক এই কৃষি প্রযুক্তির ব্যবহার অবলোকন করেন।