বাল্য বিবাহ নিরোধ ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কিশোরগঞ্জের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ চলচ্চিত্র ইউনিট সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। ভ্রাম্যমাণ চলচ্চিত্র ইউনিটের এই সচেতনতামূলক কার্যক্রম এরই মধ্যে শিক্ষার্থীদের মধ্যে সাড়া ফেলেছে। কিশোরগঞ্জ সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোহাম্মদ মিজানুর রহমান ভ্রাম্যমাণ চলচ্চিত্র ইউনিটের এই সচেতনতামূলক কার্যক্রমে অগ্রণী ভূমিকা রাখছেন।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বাল্য বিবাহ নিরোধে সরকার ও প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। বাল্য বিবাহ নিরোধ ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে আমাদের ভ্রাম্যমাণ চলচ্চিত্র ইউনিট জেলার প্রতিটি স্কুল, কলেজ ও মাদরাসায় বাধ্যতামূলক ভাবে প্রতিদিনই কার্যকর কর্মসূচী করে যাচ্ছে।