বন্দরনগরী ভৈরব ও ভাটিরদ্বার খ্যাত কুলিয়ারচর উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৬ আসন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-৬ আসনে রাজনীতির পালে লাগছে হাওয়া। এ আসনে বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী মনোনয়ন অনেকটা চূড়ান্ত অবস্থায় রয়েছে।
দুই প্রধান দলের দুই সম্ভাব্য প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের মনোনয়নে লড়বেন প্রয়াত রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমানের ছেলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি। অন্যদিকে বিএনপির মনোনয়নে লড়বেন জেলা বিএনপির সভাপতি আলম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফুল আলম। হেভীওয়েট দুই নেতাই এখন এলাকামুখী। তৃণমূল নেতাদের সঙ্গে কুশল বিনিময়সহ এলাকার অলি-গলিতে ছেয়ে গেছে সমর্থকদের লাগানোর তাদের ব্যানার-পোস্টারে।
স্বাধীনতার পর অনুষ্ঠিত দশটি জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ’৭৩ সালের ৭ই মার্চ, ’৮৬ সালের ৭ই মে, ৯৬ সালের ১২ই জুন, ২০০১ সালের ১লা অক্টোবর ও ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে পাঁচবার এ আসন থেকে নির্বাচিত হন। পরবর্তীতে ২০০৯ সালের ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মো. জিল্লুর রহমান নির্বাচিত হলে এ আসনে ৩রা এপ্রিল উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। উপ-নির্বাচনে রাষ্ট্রপতির ছেলে নাজমুল হাসান পাপন সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের ৫ই জানুয়ারির নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
অন্যদিকে ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে এ আসন থেকে চারদলীয় জোট প্রার্থী প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন বিএনপি নেতা আলম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফুল আলম। ওই নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী হিসেবে প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ১ লাখ ৪৪ হাজার ৫৯০ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে মো. শরীফুল আলম পেয়েছিলেন ৮৯ হাজার ৮৩৭ ভোট। পরবর্তীতে ২০০৯ সালের ৩রা এপ্রিল অনুষ্ঠিত উপ-নির্বাচনে নাজমুল হাসান পাপনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন মো. শরীফুল আলম। ওই নির্বাচনে মোট ১ লাখ ৬ হাজার ১৩৭ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন নাজমুল হাসান পাপন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে মো. শরীফুল আলম মোট ৬৮ হাজার ৩২৭ ভোট লাভ করেন।
আগামী নির্বাচনে এই দুই নেতাকে ঘিরেই স্বপ্ন দেখছে প্রধান দুই দল। দুই নেতাই এ আসনের প্রিয়মুখ। সম্ভাব্য দুই প্রার্থীকে নিয়ে স্বভাবতই উজ্জীবিত প্রধান দুই দলের নেতাকর্মী-সমর্থকরা।