কিশোরগঞ্জে গণতন্ত্রী পার্টির জেলা সম্মেলন উপলক্ষে ১৯ সদস্যের প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। রোববার সন্ধ্যায় জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলনের সভাপতিত্বে শহরের শহীদ টিটু স্মৃতি পাঠাগারে অনুষ্ঠিত এক সভায় এই সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
জেলা কমিটির সহ-সভাপতি গিয়াস উদ্দিন খান মিলকিকে কমিটির আহবায়ক করা হয়েছে। সভায় চারটি উপকমিটিও গঠন করা হয়েছে।
তবে সম্মেলনের তারিখ কেন্দ্রের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে নির্ধারণ করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।