কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাসউদ এর নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে। বুধবার বিকালে শহরের পুরাতন স্টেডিয়াম এলাকার মাইক্রোবাস স্ট্যান্ডসহ আশপাশের স্থানের ময়লা-আবর্জনা পরিস্কার ও পুড়িয়ে ধ্বংস করা হয়।
নিয়মিত এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান চলবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাসউদ।