বাজিতপুরে পৌর আওয়ামী লীগের উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এবি সিদ্দিক টাওয়ারের আওয়ামী লীগ কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে এই সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেন।
এ উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তুফা কামাল।
এতে অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান মো. সারোয়ার আলম, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক রাজু আহম্মেদ, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মস্তু, মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান, মোবারক হোসেন মাস্টার প্রমুখ বক্তৃতা করেন।
মতবিনিময় সভায় ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, ওলামা লীগ, মহিলা আওয়ামী লীগসহ তৃণমূলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।