www.kishoreganjnews.com

পাকুন্দিয়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত[ সাখাওয়াত হোসেন হৃদয় | ১ ডিসেম্বর ২০১৭, শুক্রবার, ৬:৪৫ | খেলা ]


পাকুন্দিয়ায় লক্ষ্মীয়া স্পোর্টিং কাবের উদ্যোগে আয়োজিত প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে লক্ষ্মীয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও চরফরাদী ইউপি চেয়ারম্যান ভিপি মো. কামাল উদ্দিন।

এছাড়া সাবেক ছাত্রদল নেতা শামসুল হক মিঠু, মোস্তফা কামাল জুয়েল, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল হক জর্জ, সহ-সভাপতি মো. এরশাদ মিয়া ও জিয়া শিশু কিশোর সংগঠনের সভাপতি শাকিল মাহমুদ স¤্রাট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলায় নামা লক্ষ্মীয়া ফুটবল কাব ১-০ গোলে লক্ষ্মীয়া ফুটবল কাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার হিসেবে এলইডি টিভি তুলে দেন।[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবরপ্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com