কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে পদ পেয়েছেন কিশোরগঞ্জ জেলার ৭ মেধাবী শিক্ষার্থী।
এর মধ্যে প্রচার সম্পাদক পদে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ৯ম ব্যাচের শিক্ষার্থী কুলিয়ারচরের মো. রকিবুল হাসান রকি, মানব সম্পদ উন্নয়ন পদে একাউন্টিং ১০ম ব্যাচের শিক্ষার্থী তাড়াইলের মো. জুনাইদ ইসলাম, উপসাহিত্য বিষয়ক পদে বাংলা ১০ম ব্যাচের শিক্ষার্থী বাজিতপুরের এস.কে বিজয়, উপ ক্রীড়া সম্পাদক পদে লোকপ্রশাসন ৯ম ব্যাচের শিক্ষার্থী ভৈরবের বাদল রানা, সহ সম্পাদক পদে লোকপ্রশাসন ১০ম ব্যাচের কিশোরগঞ্জ সদরের মাহমুদুল হাসান জাকির ও একই পদে আইসিটি ১১তম ব্যাচের শিক্ষার্থী কটিয়াদির কাজল হোসেন এবং সদস্য পদে ইংরেজি ১০ম ব্যাচের শিক্ষার্থী অষ্টগ্রামের সিয়াম হোসেন জায়গা পেয়েছেন।
নতুন কমিটিতে পদ পাওয়া কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থী নেতৃবৃন্দ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ এর সাথে ছাত্রলীগের অফিসে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া নেতৃবৃন্দ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস এসোসিয়েশন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর উপ প্রচার সম্পাদক নৃবিজ্ঞান ১১ তম ব্যাচের শিক্ষার্থী বাজিতপুরের এম. সাকিব হোসেন বিষয়টি কিশোরগঞ্জ নিউজকে নিশ্চিত করেছেন।