কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল ) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ডক্টর আনিছুর রহমান আনিছ তড়াইলে গণসংযোগ ও পথসভা করেছেন। শনিবার তাড়াইল উপজেলার ধলা এবং জাওয়ার ইউনিয়নের বিভিন্ন স্থানে এবং বাজারে দিনব্যাপী তিনি গণসংযোগ ও পথসভা করেন।
এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীসহ স্থানীয় জনগণের উদ্দেশ্যে ডক্টর আনিছ বক্তব্য রাখেন। ডক্টর আনিছ তার বক্তৃতায় প্রধানমন্ত্রী, বিশ্ববরেণ্য নেত্রী, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের চলমান উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতির ওপর আলোকপাত করে তা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানান।
করিমগঞ্জের সন্তান ডক্টর আনিছুর রহমান আনিছ লন্ডন মহানগর আওয়ামীলীগের প্রচার সম্পাদক এবং সিলেট ল’ কলেজ ছাত্র সংসদের সাবেক বার্ষিকী এবং মিলনায়তন সম্পাদক।