www.kishoreganjnews.com

কওমী শিক্ষার্থীদের গ্রাফিক্স ডিজাইন এবং মাল্টিমিডিয়া প্রশিক্ষণ কোর্স উদ্বোধন



[ স্টাফ রিপোর্টার | ৬ ডিসেম্বর ২০১৭, বুধবার, ৭:০১ | শিক্ষা ]


কিশোরগঞ্জে কওমী মাদরাসার শিক্ষার্থীদের জন্য গ্রাফিক্স ডিজাইন এবং মাল্টিমিডিয়া প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাস।

এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব তরফদার মোঃ আক্তার জামীল, শহর সমাজসেবা কার্যালয়ের সমন্বয় পরিষদের সভাপতি মোঃ হুমাযুন কবীর এবং ‍ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক (চলতি দায়িত্ব) মোঃ ফারুক আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রবিউল ইসলাম।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‍এটুআই প্রোগ্রাম এবং সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে তিন মাসব্যাপী কওমী মাদরাসার শিক্ষার্থীদের জন্য গ্রাফিক্স ডিজাইন এবং মাল্টিমিডিয়া প্রশিক্ষণ কোর্সের আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। শহর সমাজসেবা কার্যালয়ের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের এ প্রশিক্ষণ কোর্সে কওমী মাদরাসার ১০০ জন ছাত্র অংশ ‍নিচ্ছে।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com