www.kishoreganjnews.com

নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন প্রতিরোধে মানববন্ধন



[ স্টাফ রিপোর্টার | ৭ ডিসেম্বর ২০১৭, বৃহস্পতিবার, ৭:৫৪ | কিশোরগঞ্জ ]


নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পক্ষকালব্যাপী প্রচারাভিযানের অংশ হিসেবে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও  উপসচিব তরফদার মোঃ আক্তার জামীল।

ব্র্যাকের পক্ষে জেলা ব্র্যাক প্রতিনিধি মো: বজলুর রশিদ, আঞ্চলিক ব্যবস্থাপক (মাইক্রোফাইন্যান্স) পলাশ কুমার ঘটক, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সিনিয়র জেলা ব্যবস্থাপক হারুন অর রশিদ ছাড়াও ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির কর্মকর্তাবৃন্দ এবং পল্লী সমাজের সদস্যগণ অংশ নেন।

এছাড়া জাতীয় মহিলা সংস্থার সভাপতি খালেদা ফেন্সিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষণার্থীগণ মানববন্ধনে অংশ নেন।

প্রতিবছর ২৫ নভেম্ভর থেকে ১০ ডিসেম্বর পক্ষকালব্যাপী নারী নির্যাতন নির্মূলকরণে এ প্রচারাভিযান পালন করা হয়ে থাকে। এর অংশ হিসেবে ব্র্যাকের সকল কর্মসূচির সকল ফোরামে এজেন্ডা ভিত্তিক আলোচনা এবং বিভিন্ন পল্লী সমাজের উদ্যোগে র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠান চলছে। যা আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com