www.kishoreganjnews.com

নিকলীতে নারী নির্যাতনকে লাল কার্ড



[ খাইরুল মোমেন স্বপন, নিকলী | ৮ ডিসেম্বর ২০১৭, শুক্রবার, ২:৩৯ | কিশোরগঞ্জ ]


নিকলীতে নারী নির্যাতনকে লাল কার্ড দেখিয়েছেন নারীরা। শুক্রবার সকালে উপজেলা সদরের পূর্বগ্রামে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে বাল্যবিয়ে বিরোধী গণসচেতনতা সভায় এই লাল কার্ড দেখানো হয়।

পল্লী সমাজের আয়োজনে অনুষ্ঠিত এই গণসচেতনতা সভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব তরফদার মো. আক্তার জামীল।

জেলা ব্র্যাক প্রতিনিধি মো. বজলুর রশিদের সভাপতিত্বে এতে কিশোরগঞ্জ কালেক্টরেটের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সাঈদ, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ আহমেদ, মুক্তিযোদ্ধা আজিজুল হক, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সিনিয়র জেলা ব্যবস্থাপক হারুন অর রশীদ, পল্লী সমাজের সভানেত্রী ফেরদৌসি আক্তার রুনা প্রমুখ বক্তৃতা করেন।

সভায় বক্তাগণ বাল্যবিয়ে এবং নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com