কিশোরগঞ্জে ইশা ছাত্র আন্দোলনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে শহরের একরামপুর এলাকার জেলা কার্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সর্বস্তরের সদস্যদের নিয়ে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ইশা ছাত্র আন্দোলন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নোমান আহমদ। এতে বিশেষ অতিথি ছিলেন ইশা ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা সভাপতি জোবায়ের আহমদ।
প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি আবু হানিফ৷ এতে সদর উপজেলা নেতৃবৃন্দ এবং সদরের অন্তর্গত বিভিন্ন ইউনিয়নের সদস্যবৃন্দ অংশ নেন।
পরে কর্মীপ্রত্যাশী সদস্যদের পরীক্ষা নেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।