www.kishoreganjnews.com

ভৈরবে পাঁচ জয়িতাকে সংবর্ধনা



[ স্টাফ রিপোর্টার | ৯ ডিসেম্বর ২০১৭, শনিবার, ৩:২০ | কিশোরগঞ্জ ]


আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় ভৈরবে পাঁচ জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়েছে।

সংবর্ধিতরা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামের আব্দুল হাকিম মিয়ার স্ত্রী দিলরুবা হাকিম, সফল জননী শিমুলকান্দি মধ্যেরচর গ্রামের মৃত ওয়াহেদ আলীর স্ত্রী নূরজাহান বেগম, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যেমে জীবন শুরু করায় শিমুলকান্দি তুলাকান্দি গ্রামের মকবুল হোসেনের স্ত্রী শারমিন বেগম, শিক্ষা-চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জন করায় ভৈরবপুর গাছতলাঘাট এলাকার সোহেল সাশ্রু’র স্ত্রী ফারহানা বেগম এবং সমাজ উন্নয়ন অসামান্য অবদান রাখায় কালিকাপ্রসাদ ছনছাড়া গ্রামের মস্তো মিয়ার স্ত্রী আক্তার নাহার শেফালী।

ভৈরব উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ভৈরব উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে ভৈরব উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ উপলক্ষে শনিবার উপজেলা পরিষদ মিলায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা আহমেদ।

উপজেলা একাডেমিক সুপারভাইজার স্বপ্না বেগম এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আহমেদ, জাতীয় মহিলা সংস্থা ভৈরব শাখার চেয়ারম্যান অধ্যাপিকা উলফাত আরা জাহান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও দিলরুবা আহমেদ বলেন, সারা বাংলাদেশে আজকে নারীরা সফল। তারা পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছেন। আজকে নারীর সফলতার পিছনে পুরুষদেরও সহযোগিতা রয়েছে। আমরা সারা বাংলাদেশে সফল নারীদের না চিনলেও আজ আমরা বর্তমান সরকারের দিকে তাকালে দেখতে পায় তিনি একজন সরকার প্রধান নারী। যাকে আমরা সবাই চিনি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং বর্তমান বিরোধী দলীয় নেত্রীও একজন নারী। বর্তমান সংসদের মাননীয় স্পীকারও একজন নারী। তারাও কোন মায়ের সন্তান, কারো স্ত্রী, কারো মা, কারো বোন। আমরা তাদের কাছ থেকে শিক্ষা নেব। নারীরাও কোন দিক দিয়ে পিছিয়ে নেই। আজ রোকেয়া দিবসে বেগম রোকেয়ার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।

অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিার্থীসহ উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অতিথিবৃন্দ পাঁচ জয়িতাকে ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করেন।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com