www.kishoreganjnews.com

কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ পাঁচ জয়িতাকে সংবর্ধনা



[ বিশেষ প্রতিনিধি | ৯ ডিসেম্বর ২০১৭, শনিবার, ৫:৩৩ | কিশোরগঞ্জ ]


আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে কিশোরগঞ্জে জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের উদ্যোগে জেলা পর্যায়ের পাঁচ জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়েছে।

সংবর্ধিত জেলা পর্যায়ের পাঁচ জয়িতা হলেন, অর্থনৈতিক সাফল্যে কটিয়াদী উপজেলা সদরের পূর্বপাড়া গ্রামের সুমন সাহার স্ত্রী শারীরিক প্রতিবন্ধী মালতি রাণী দেবী, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্যে জেলা শহরের নগুয়া এলাকার এমদাদুল হক বাবুলের স্ত্রী কামরুন্নাহার, সফল জননী বাজিতপুরের সরারচর এলাকার আবুল হাশেম ভূঁইয়ার স্ত্রী কানিজ ফাতেমা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা কটিয়াদী উপজেলার আচমিতা এলাকার মৃত উমর ফারুকের মেয়ে শিরিনা আক্তার এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা শহরের হারুয়া এলাকার যতিন্দ্র চন্দ্র চন্দের স্ত্রী প্রতিমা কর ঝুনু।

জয়িতা সংবর্ধনা উপলক্ষে শনিবার দুপুরে কালেক্টরেট সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি সংরক্ষিত আসনের এমপি দিলারা বেগম আসমা।

একই অনুষ্ঠানে কিশোরগঞ্জ সদর উপজেলার পাঁচ জয়িতা অর্থনৈতিক সাফল্যে শহরের আলোরমেলা এলাকার মৃত মোশারফ হোসেন খানের স্ত্রী নাহার, শিক্ষা ও চাকুরির সাফল্যে জেলা পর্যায়ের জয়িতা কামরুনাহার, সফল জননী শহরের পশ্চিম তারাপাশার মৃত আব্দুর রশিদের স্ত্রী আয়শা খানম, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করা সদর উপজেলার চৌদ্দশত পণকলিমা এলাকার মৃত হেলাল উদ্দিনের মেয়ে স্মৃতি আক্তার এবং সমাজ উন্নয়নে জেলা পর্যায়ের জয়িতা প্রতিমা কর ঝুনু।

জেলা প্রশাসক মো. আজিমুদ্দিনি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব তরফদার মো. আক্তার জামীল, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মামুন অর রশিদ, মহিলা সংস্থার চেয়ারম্যান খালেদা ফেন্সি বেগম, প্রাক্তন শিক্ষিকা খালেদা ইসলাম, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, নারী নেত্রী বিলকিস বেগম, জয়িতা সম্মাননাপ্রাপ্ত মালতি রাণী দেবী, কামরুন্নাহার ও কানিজ ফাতেমা প্রমুখ বক্তৃতা করেন।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com