www.kishoreganjnews.com

মহিলা জাতীয় রাগবি প্রতিযোগিতার ফাইনালে কিশোরগঞ্জ[ স্টাফ রিপোর্টার | ১১ ডিসেম্বর ২০১৭, সোমবার, ৬:৫১ | খেলা ]


‘২য় ওয়াল্টন মহিলা জাতীয় রাগবি প্রতিযোগিতা ২০১৭’ এর ফাইনালে ওঠেছে কিশোরগঞ্জ জেলা দল। সোমবার সকালে পল্টন ময়দান মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনাল খেলায় ট্রাইব্রেকারে কিশোরগঞ্জ জেলা দল ২-১ পয়েন্টে নারায়ণগঞ্জ জেলা দলকে পরাজিত করে ফাইনালে খেলার গৌরব আর্জন করে।

এর আগে নির্ধারিত সময়ে কিশোরগঞ্জ জেলা  ১০-১০  পয়েন্টে নারায়নগঞ্জ জেলা দল ম্যাচ ড্র হয় এবং অতিরিক্ত সময়ে দুই দলের স্কোর ০০-০০ থাকে।

মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় একই মাঠে প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনালে কিশোরগঞ্জ জেলা দলের প্রতিদ্বন্দ্বী নড়াইল জেলা দল।

বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন এর ব্যবস্থাপনায় এবং ওয়াল্টন এর পৃষ্ঠপোষকতায় ১০ ডিসেম্বর থেকে পল্টন ময়দান মাঠে ‘২য় ওয়াল্টন মহিলা জাতীয় রাগবি প্রতিযোগিতা ২০১৭’ শুরু হয়েছে। মঙ্গলবার ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সাবেক এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়াল্টন গ্রুপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবরপ্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com