www.kishoreganjnews.com

কিশোরগঞ্জের ছয় আসনে বিএনপির মনোনয়ন লড়াইয়ে যারা



[ বিশেষ প্রতিনিধি | ১৪ ডিসেম্বর ২০১৭, বৃহস্পতিবার, ২:২২ | রাজনীতি ]


দেশের অন্যতম বৃহত্তম জেলা কিশোরগঞ্জে রাজনৈতিক সহাবস্থানের ঐতিহ্য দীর্ঘদিনের। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৬টি আসনের সবকটিতেই বিজয়ী হয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। এর মধ্যে ৫টি আসনে আওয়ামী লীগ প্রার্থীরা এবং ১টি আসনে মহাজোটের অংশীদার জাতীয় পার্টির প্রার্থী নির্বাচিত হন। নির্বাচিত আওয়ামী লীগের পাঁচ সংসদ সদস্যের মধ্যে মো. জিল্লুর রহমান রাষ্ট্রপতি, মো. আবদুল হামিদ অ্যাডভোকেট স্পিকার এবং সৈয়দ আশরাফুল ইসলাম এলজিআরডি মন্ত্রীর দায়িত্ব লাভ করেন। পরবর্তীতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুর পর স্পিকার মো. আবদুল হামিদ অ্যাডভোকেট রাষ্ট্রপতি নির্বাচিত হন। এছাড়া প্রয়াত পিতার শূণ্য আসনে নাজমুল হাসান পাপন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বিসিবি প্রেসিডেন্ট-এর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করেন। অন্যদিকে বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের শূণ্য আসনে সংসদ সদস্য নির্বাচিত হন তাঁর বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক। আওয়ামী লীগের সংসদ সদস্যের বাইরে এ জেলার একমাত্র জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু।

২০০৮ সালের নির্বাচনের মতোই ২০১৪ সালের ৫ই জানুয়ারির নির্বাচনে দলীয় ফলাফল একই থাকে। ২০১৪ সালের ৫ই জানুয়ারি অনুষ্ঠিত ১০ম সংসদ নির্বাচন বিএনপি-জামায়াত জোট বর্জন করায় কিশোরগঞ্জে ৬টি আসনের ৫টিতে আওয়ামী লীগ প্রার্থীগণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। একটি আসনে জাতীয় পার্টির প্রার্থী বর্তমান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুকে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক দু’বারের এমপি ড. মিজানুল হকের বিরুদ্ধে নির্বাচন করে জিততে হয়েছিল।

বিগত নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট অংশ না নিলেও আগামী নির্বাচনে অংশ নেবে বলে ঘোষণা দিয়েছে। দলটির পক্ষ থেকে প্রার্থী বাছাইয়ের কাজও চলছে বলে দলীয় সূত্রগুলো বলছে। এ পরিস্থিতিতে রাজনৈতিক ভিভিআইপিদের এ জেলায় আগামী নির্বাচনে দলীয় টিকিট পাওয়ার জন্যে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ব্যাপক তোড়জোড় চলছে। স্ব স্ব আসনে দলীয় মনোনয়ন পেতে নেতারা ইতিমধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, দলের সমর্থন পেতে লবিং ছাড়াও মাঠপর্যায়ে গণসংযোগ করছেন তারা। সম্ভাব্য প্রার্থীদের আগাম এই নির্বাচনী তৎপরতায় জেলাজুড়ে বইছে ভোটের হাওয়া।

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর): বিগত নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন চারদলীয় জোট প্রার্থী বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য মো. মাসুদ হিলালী। ভিভিআইপি প্রার্থী সৈয়দ আশরাফুল ইসলামের বিপরীতে দলীয় প্রার্থী বাছাই নিয়ে বেকায়দায় রয়েছে বিএনপি। নানা দল-উপদলের বিভক্ত দলটিতে চলছে মনোনয়ন প্রত্যাশীদের দৌঁড়ঝাঁপ। দলটির হয়ে এরইমাঝে সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন। এছাড়া আরো বেশ কয়েকজন মনোনয়নযুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছেন বলেও শোনা যাচ্ছে। তাই আগামী নির্বাচনে এ আসনে বিএনপির প্রার্থীতা নিয়েই মূলত স্থানীয়দের মাঝে চলছে নানা হিসাব-নিকাশ, জল্পনা-কল্পনা। বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে বিগত ২০১৪ সালের ৫ই জানুয়ারি নির্বাচনের আগের তিনটি নির্বাচনে দলটির প্রার্থী সাবেক এমপি মো. মাসুদ হিলালী, সাবেক ঢাকা বিভাগীয় স্পেশাল জজ রেজাউল করিম খান চুন্নু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওয়ালীউলাহ রাব্বানী, জেলা বিএনপির সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ইসরাইল মিয়া প্রমুখের নাম জোরেশোরে উচ্চারিত হচ্ছে।

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া): ২০১৪ সালের ৫ই জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন সংসদ সদস্য নির্বাচিত হন। এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে ২০০১ ও ২০০৮ সালে অনুষ্ঠিত নির্বাচনে দলটির প্রার্থী ইদ্রিস আলী ভূঁইয়া, পাকুন্দিয়া পৌরসভার সাবেক মেয়র জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, কটিয়াদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জেলা বিএনপির সহসভাপতি আশফাক আহমেদ জুন, জেলা বিএনপির সহসভাপতি রুহুল আমিন আকিল, জেলা বিএনপি নেতা শহীদুজ্জামান কাকন প্রমূখের নাম শোনা যাচ্ছে। তবে দল থেকে বহিষ্কৃত হলেও মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল): এই আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু। ২০০৮ সালের নির্বাচনে তিনি মহজোটের প্রার্থী হিসেবে বিজয়ী হন। ওই নির্বাচনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন চারদলীয় জোট প্রার্থী জেলা যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা। আগামী নির্বাচনে বিএনপির ভাইসচেয়ারম্যান সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ওঠার পর থেকে তিনি প্রকাশ্যে আসছেন না। এ পরিস্থিতিতে জেলা যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা-ই হয়ে ওঠতে পারেন এ আসনে বিএনপির ভরসা। এছাড়া বিকল্প প্রার্থী হিসেবে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস, করিমগঞ্জ উপজেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সুমন এবং ড. এম ওসমান ফারুকের পত্নী রানা ফারুকের নামও স্থানীয়দের আলোচনায় রয়েছে।

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম): ২০০৮ সালের নির্বাচনে মহাজোট প্রার্থী বর্তমান রাষ্ট্রপতি  ও সাবেক স্পিকার মো. আবদুল হামিদ অ্যাডভোকেট বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন চারদলীয় জোট প্রার্থী বিএনপি নেতা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। মো. আবদুল হামিদ অ্যাডভোকেট ২০১৩ সালের ২৪শে এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবার পর তার শূণ্য আসনে গত ৩রা জুলাই অনুষ্ঠিত উপনির্বাচনে তার বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক নির্বাচিত হন। ২০১৪ সালের নির্বাচনে রেজওয়ান আহাম্মদ তৌফিক পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। সে হিসাবে আগামী নির্বাচনে আওয়ামী লীগ থেকে রেজওয়ান আহাম্মদ তৌফিকের প্রার্থিতা অনেকটা নিশ্চিত। অন্যদিকে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনের আগাম তৎপরতা চালিয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। অ্যাডভোকেট মো. ফজলুর রহমান ছাড়াও এ আসন থেকে বিএনপির প্রার্থী হওয়ার চেষ্টা করছেন ১৯৭৯ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য ফরহাদ আহমেদ কাঞ্চনের ছেলে ডা. ফেরদৌস আহমেদ চৌধুরী লাকী।

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী): এই আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা শিল্পপতি মো. আফজাল হোসেন। বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে জেলা বিএনপির সহ-সভাপতি মুহাম্মদ সালেহুজ্জামান খান রুনু, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও জেলা বিএনপির সহ-সভাপতি শেখ মজিবুর রহমান ইকবাল, নিকলী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক শফিকুল আলম রাজন, বাজিতপুর পৌরসভার সাবেক মেয়র এহেসান কুফিয়া প্রমুখের নাম শোনা যাচ্ছে।

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর): এই আসনের সংসদ সদস্য প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ছেলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিএনপি থেকে জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের প্রার্থিতা অনেকটাই নিশ্চিত।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com