www.kishoreganjnews.com

যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত



[ স্টাফ রিপোর্টার | ১৪ ডিসেম্বর ২০১৭, বৃহস্পতিবার, ৫:১৪ | কিশোরগঞ্জ ]


কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে কালেক্টরেট সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য দিলারা বেগম আসমা।

দিবসটির তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, সরকারি গুরুদয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম মজুমদার, অধ্যাপক প্রাণেশ কুমার চৌধুরী, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহ আজিজুল হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ, সাবেক পৌর চেয়ারম্যান নূরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মানছুরা জামান নতুন, জেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার মোস্তফা কামাল, সাবেক সনাক সভাপতি সাইফুল হক মোল্লা দুলু, নারী নেত্রী বিলকিস বেগম প্রমুখ।

বক্তাগণ বলেছেন, একাত্তরের ১৪ই ডিসেম্বর একসঙ্গে অনেক বুদ্ধিজীবীকে হত্যা করা হলেও স্বাধীনতার ৯ মাস ব্যাপীই সারাদেশে বুুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় জাতিরজনক বঙ্গবন্ধুকেও সপরিবারে ঘাতকরা হত্যা করেছে। আজো সেই হত্যা আর ষড়যন্ত্র অব্যাহত আছে। বক্তাগণ রাজনৈতিক সংগ্রামের পাশাপাশি সাংস্কৃতিক লড়াই পরিচালনার ওপর গুরুত্বারোপ করেছেন।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com