www.kishoreganjnews.com

ভৈরবের কৃতি সন্তান আপেল মাহমুদ পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন



[ স্টাফ রিপোর্টার | ১৪ ডিসেম্বর ২০১৭, বৃহস্পতিবার, ১১:৩৯ | কিশোরগঞ্জ ]


ভৈরবের কৃতি সন্তান অতিরিক্ত পুলিশ সুপার আপেল মাহমুদ ১৪ ডিসেম্বর পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হয়েছেন। তিনি ২০০৭ সালে বাংলাদেশ পুলিশে সহকারি পুলিশ সুপার পদে যোগদান করেন।

তিনি নাটোর, ফেনী, ময়মনসিংহ জেলায় সার্কেল এএসপি হিসাবে দায়িত্ব পালন করেন এবং র‌্যাব-৩ এর সহকারি পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া নাটোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও পিবিআই প্রধান ও নরসিংদী জেলার পিবিআই জেলা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ভাল কাজের স্বীকৃতি স্বরূপ দু’বার আইজিপি পদক লাভ করেন। তিনি সুদান মিশনে ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ভারতের হায়দারাবাদে এবং ইন্দোনেশিয়া থেকে আন্তর্জাতিক প্রশিক্ষণ লাভ করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্সসহ প্রথম শ্রেণিতে মাস্টার্স লাভ করেন। তিনি ভৈরব কেবি পাইলট মডেল হাইস্কুল থেকে ১৯৯৪ সালে এসএসসি ও ভৈরব হাজি আসমত কলেজ থেকে এইচএসসিতে প্রথম বিভাগে উত্তীর্ণ হন।

তিনি ভৈরবের সরকারি চাকুরীজীবী ঐক্য পরিষদের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ঢাকাস্থ ভৈরব ছাত্র সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ ছাত্র সংসদ, ভৈরব উপজেলা আমরা মুক্তিযোদ্ধার সন্তান পরিষদ ও মুক্তিযোদ্ধা যুব কমান্ড এর উপদেষ্টা।

তিনি ভৈরবপুর উত্তর পাড়া জমির উদ্দিন মুন্সী বাড়ির বীরমুক্তিযোদ্ধা মরহুম সিদ্দিকুর রহমান এর তৃতীয় পুত্র।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com