www.kishoreganjnews.com

ভোরের আলো সাহিত্য আসরের ৪৬০তম সভা অনুষ্ঠিত



[ স্টাফ রিপোর্টার | ১৫ ডিসেম্বর ২০১৭, শুক্রবার, ৮:৪০ | কিশোরগঞ্জ ]


ভোরের আলো সাহিত্য আসরের নিয়মিত ৪৬০তম সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা শহরের থানা মার্কেটের মডার্ণ ডেন্টালে এই সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ভোরের আলো সাহিত্য আসরের সভাপতি আজিজুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন বিআরডিবির সাবেক পরিচালক মুক্তিযোদ্ধা ও কবি মো. নিজাম উদ্দিন।

সভায় স্বাগত বক্তৃতা করেন ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা মো. রেজাউল হাবিব রেজা।

সাহিত্য আসরের পরিচালক সাংবাদিক আমিনুল হক সাদীর পরিচালনায় সভার আলোচনা পর্বে অংশ নেন, বেতার ও টিভি শিল্পী মাসুদুর রহমান আকিল, হাওর অঞ্চলবাসী মিঠামইনের সমন্বয়ক এম এ হালিম তালুকদার, সাংবাদিক শামসুল মালেক চৌধুরী লিটন, অ্যাডভোকেট মাহবুবুল ইসলাম নজরুল, ভোরের আলো সাহিত্য আসরের সহ-সভাপতি মোতাহের হোসেন, সহ-সম্পাদক সাংবাদিক শফিক কবীর, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আলী রেজা সুমন, নারী পক্ষের আহবায়ক স্বর্ণা আক্তার, সদস্য সচিব মাহমুদা আক্তার বিউটি, সদস্য চাঁদনী আক্তার চুম্কী, মাহমুদা ইয়াসমীম মমি, রুমা আক্তার, জুলেখা আক্তার, মো. রেহান উদ্দিন, টিটিসির ইলেকট্রিক্যাল ইন্সট্রাক্টর শাহরিয়ার রশিদ অন্তর, শিল্পী নিরব রিপন, জুটন দাস, মর্তুজা জামান, সোহেল রানা প্রমুখ।

স্বরচিত লেখা পাঠ ও কবিতা আবৃত্তি পর্বে সভায় উপস্থিত আসরের সদস্যবৃন্দ, কবি, সাহিত্যিক ও সাংবাদিকগণ কবিতা আবৃত্তি করেন। আসরে কবি মাহমুদা ইয়াসমীম মমি কবিতা আবৃত্তিতে সেরা হওয়ায় তাকে শুভেচ্ছা উপহার দেয়া হয়।

এছাড়া শিল্পীগণ সংগীত পরিবেশন করেন। পরিশেষে মহান বিজয় দিবসের উপর শনিবার সন্ধায় অনুষ্ঠেয় আলোচনা সভায় সবার উপস্থিতি কামনা করে সভার সমাপ্তি টানা হয়।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com