www.kishoreganjnews.com

হোসেনপুরে ছাত্রলীগের সশস্ত্র মহড়ার ছবি তুলতে গিয়ে সাংবাদিক আহত, ক্যামেরা ভাঙচুর



[ স্টাফ রিপোর্টার | ১৬ ডিসেম্বর ২০১৭, শনিবার, ১:৫০ | কিশোরগঞ্জ ]


হোসেনপুরে বিজয় শোভাযাত্রায় ছাত্রলীগের সশস্ত্র মহড়া চলাকালে ছবি তুলতে গিয়ে হামলায় চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরা পারসন আলম ফয়সাল আহত হয়েছেন। এ সময় ক্যামেরা ভাঙচুর করে আটকে রাখা চ্যানেল টুয়েন্টিফোরের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি সুলতান মাহমুদ কনিক ও ক্যামেরা পারসন আলম ফয়সালকে। খবর পেয়ে স্থানীয় নেতৃবৃন্দের সহায়তায় আধা ঘন্টা পর তাদের উদ্ধার করে ক্যামেরা ফেরত দেয়া হলেও মেমোরি কার্ড ফেরত দেয়নি নেতারা।

বিজয় দিবসের সকালে হোসেনপুর পৌরসদরে এই ঘটনা ঘটে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, শনিবার সকাল ৯টার দিকে হোসেনপুর উপজেলা পরিষদের সামনে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় পাশের একটি বহুতল ভবনের ছাদ থেকে সেই ছবি ধারণ করতে গেলে ছাদে উঠে হামলা চালায় সশস্ত্ররা।

ঘটনার পর হোসেনপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আহত ক্যামেরা পারসন আলম ফয়সাল কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com