www.kishoreganjnews.com

সবজি বাজারে ক্রেতা কম দাম চড়া



[ শফিক কবীর | ২৮ জুন ২০১৭, বুধবার, ৭:০৩ | কিশোরগঞ্জ ]


কিশোরগঞ্জের সবজি বাজার এখন ক্রেতাশূণ্য। ক্রেতা না থাকায় দোকানিরা অলস সময় পার করছেন। তবে অপ্রতুল সরবরাহের অজুহাতে চড়া দামে সবজি বিক্রি করছেন তারা। ঈদের পর কিশোরগঞ্জ শহরের বড় বাজার ও পুরানথানা সবজি বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

দু’টি বাজার ঘুরে দেখা গেছে, ক্রেতাশুণ্য কাঁচা মহাল প্রায় ফাঁকা। দু’টি বাজারেই রকমারি সবজি সাজিয়ে বসে রয়েছেন দোকানিরা। তবে ক্রেতার দেখা মিলছে না। দু’য়েকজন আসলেও তাদের কাছে চড়া দামে সবজি বিক্রি করা হচ্ছে। এ কারণে প্রয়োজনের বেশি সবজি কিনছেন না কেউই।

পুরানথানা বাজারের সবজি ব্যবসায়ী মো. আবুল কাসেম জানান, বাজারে পর্যাপ্ত সবজি না আসায় তাদের বেশি দামে কিনতে হয়েছে। এই কারণে বিক্রির সময়েও তাদের দাম একটু বেশি নিতে হচ্ছে।

বাজার ঘুরে দেখা গেছে, কাঁচা মরিচ প্রতি কেজি ১৬০টাকা, বেগুন প্রতি কেজি ৭০টাকা, চিচিংগা প্রতি কেজি ৮০টাকা, ঢেঁড়শ প্রতি কেজি ৬০টাকা, কাকরোল প্রতি কেজি ৫০টাকা ছাড়াও সব ধরনের সবজির দামই চড়া। অথচ ঈদের আগে এসব সবজি প্রায় অর্ধেক দামে বিক্রি হয়েছে। তবে আলু, পেঁয়াজ, রসুন ও আদার দাম অপরিবর্তিত রয়েছে।

সবজি বাজারের মতোই অবস্থা মাছের বাজারেও। মাছের বাজারে ক্রেতার আনাগোণা কম থাকলেও মাছের দাম বেশি। এছাড়া বাজারে মাছের সরবরাহও অনেক কম।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com