www.kishoreganjnews.com

হোসেনপুরে মা ও নবজাতক সুরক্ষা কর্মশালা



[ মো. জাকির হোসেন, স্টাফ রিপোর্টার, হোসেনপুর | ২৭ ডিসেম্বর ২০১৭, বুধবার, ৮:২৬ | কিশোরগঞ্জ ]


হোসেনপুরে মা ও নবজাতকের সুরক্ষায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউএসএআইডি এর যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।

ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবীর নন্দীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান।

এতে অন্যদের মধ্যে ডা. মাজহারুল হক ভূঁইয়া, পার্টনার্স ইন হেলথ এন্ড ডিপার্টমেন্ট (পিএইচডি) এর মাঠ সমন্বয়কারী মো. কামাল উদ্দিন, একেএম আশরাফ উদ্দিন প্রমুখ বক্তৃতা করেন।

ডাক্তার, স্টাফ নার্স, পরিবার কল্যাণ সহকারী ও পরিবার কল্যাণ পরিদর্শিকাদের নিয়ে দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় ডা. মুজিবুর রহমান বলেন, নবজাতকের যত্নে হাসপাতাল কিংবা দক্ষ স্বাস্থ্য সেবাদানকারী দ্বারা প্রসবকালীন সেবার ফলে একজন শিশুর চিকিৎসা ব্যয় ৪৮ ডলার থেকে কমিয়ে ১ ডলারে আনা সম্ভব।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com