www.kishoreganjnews.com

ফাতেমার শিকলবন্দি জীবন



[ স্টাফ রিপোর্টার | ২৯ জুন ২০১৭, বৃহস্পতিবার, ৭:৫৪ | এক্সক্লুসিভ ]


ফাতেমা আক্তার। বয়স ২০ কি ২১। এই বয়সে তাঁর স্বামী সংসার নিয়ে সুখে ঘর কথার কথা।

কিন্তু বিধিবাম! শিকলে বাঁধা পড়েছে তার জীবন। মানসিক প্রতিবন্ধিতার কারণে তার পায়ে পরানো হয়েছে শিকল।

গত তিন বছর ধরে শিকলবন্দি জীবন কাটাচ্ছে সে। বাড়ির গবাদিপশুর সঙ্গে দুঃসহ সময় কাটছে তার।

ফাতেমা হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের চরকাটিহারি গ্রামের মহিবুর রহমান সরদারের কন্যা।

মহিবুর রহমান সরদারের পাঁচ সন্তান। তার মধ্যে দুই ছেলে ও তিন মেয়ে। সবার বড় বাবুল সরদার (৪০)। তারপরে রফিক সরদার (৩৫)। এরপরে তিন বোন যথাক্রমে সালমা (২৮), নাজমা (২৩) ও ফাতেমা।

পরিবারের সবার ছোট বলে এক সময়ে ফাতেমার দিন কাটতো আদর-স্নেহে। কিন্তু সেইসব সুখের দিন তার গিলে খেয়েছে পাগল অপবাদে। ভাইবোনের মধ্যে ছোট ভাই রফিক সরদারও সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়ে ঘরবন্দী রয়েছেন। গত তিন বছর ধরে তার সঙ্গী হয়েছে ছোট বোন ফাতেমা। দরিদ্র পিতার সংসার তাদের কাছে যেন এক মস্ত কারাগার।

জিনারী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুল ইসলাম মাখন জানান, ফাতেমার আরেক বোন নাজমারও মানসিক সমস্যা ছিল। এই কারণে বিয়ের পর স্বামী-সংসার করতে পারেনি সে।

গত পাঁচ বছর আগে ফাতেমার মানসিক সমস্যা দেখা দেয়। গত তিন বছর আগে সেটি বেড়েছে। এখন তার অবস্থার আরো অবনতি হয়েছে। পাগলামি বাড়লে তাকে শিকলে বেঁধে রাখা হয়। এখন তাকে শিকলে বাঁধা রাখা হয়েছে।

গরিব পিতার সংসারের টানাটুনির মাঝে মেয়েকে চিকিৎসা করানোরও সামর্থ নেই। তাই বাধ্য হয়ে তাকে শিকল পরিয়ে রাখা হচ্ছে বলে জানান ইউপি সদস্য মাখন।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com