আগাম বন্যায় ফসলহানি ঠেকাতে দক্ষিণের হাওরে ডুবন্ত বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক ডুবন্ত বাঁধ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
দুপুরে মিঠামইন উপজেলার চারিগ্রামে দক্ষিণের হাওর সংলগ্ন মাঠে এ উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম।
হাওর এলাকায় বন্যা ব্যবস্থাপনা ও জীবনযাত্রার মান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় দক্ষিণের হাওর উপ-প্রকল্পের ডুবন্ত বাঁধ নির্মাণ কাজ শুরু করা হয়েছে। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) ও বাংলাদেশ সরকার (জিওবি) এর অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড।
ডুবন্ত এই বাঁধের কাজ সম্পন্ন হলে মিঠামইন ও ইটনা উপজেলার বৃহৎ এই দক্ষিণের হাওরটির ফসল আগাম বন্যা কবলিত হওয়া থেকে সুরক্ষা পাবে বলে আশা করা হচ্ছে।