বিদায় নানা ঘটন-অঘটনের বছর ২০১৭। ভোরের সূর্যোদয়ে বর্ষপরিক্রমায় যোগ হলো আরেকটি নতুন বছর। স্বাগত ২০১৮। প্রাপ্তি-অপ্রাপ্তির দোলাচলে কালের আবর্তে মহাকালের গর্ভে হারিয়ে গেল আরো একটি বছর। নতুন স্বপ্ন আর সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু হচ্ছে নতুন বছরের। না পাওয়ার সব গ্লানি মুছে নতুন বছর অর্জন আর প্রাচুর্য্যে, সৃষ্টি আর কল্যাণে হেসে উঠবে- এই প্রত্যাশা সবার।
পুরনোকে বিদায় দিয়ে নতুনকে বরণ করে নেয়াই মানুষের সহজাত ধর্ম। আবহমান কাল ধরে মানুষ পুরাতনকে শুকনো ঝরা পাতার মতো ত্যাগ করে নতুন কুঁড়ির উদগমন হৃদয়াঙ্গম করে।
আমাদের প্রত্যাশা নতুন বছর বয়ে আনবে সমৃদ্ধির বার্তা। জীবনের সব চাহিদা পূরণ করে প্রতিটি মানুষ সমৃদ্ধ জীবন পাবে। আমরা চাই গতিশীল অর্থনীতি, উচ্চ প্রবৃদ্ধি আর উন্নতিতে সর্বোচ্চ অবস্থান। দুর্ঘটনা বা সংঘাত সংঘর্ষে একটি প্রাণহানিও আমাদের কাম্য নয়।
মানুষের জন্য বাসযোগ্য একটি মানবিক মূল্যবোধসম্পন্ন গণতান্ত্রিক বাংলাদেশ আমাদের প্রত্যাশা। সেই প্রত্যাশা নিয়ে কিশোরগঞ্জ নিউজ পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা।