ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর আয়োজনে ইংরেজি নববর্ষ উদযাপন হয়েছে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ সুলতান উদ্দিন ভূঞা কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
ইংরেজি বিভাগের আয়োজনে অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান এ.কে.এম আমিনুর রহমান ভূঞা মুকুল, রেজিস্ট্রার চৌধুরী খায়রুল হাসান আরিফ, প্রক্টর রিয়াদ আহাম্মদ তুষার, আইন বিভাগের প্রভাষক মোস্তফা মোশাররফ হোসাইন, ইংরেজি বিভাগের শিক্ষক ফারজানা খানম, বিবিএ প্রোগ্রামের প্রভাষক ইমরান আহমেদ শাকির, জনসংযোগ কর্মকর্তা তোফায়েল আহমেদ তুষার প্রমুখ।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্টি বোর্ডের সদস্যবৃন্দ, সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ অনুষ্ঠান আয়োজনে অংশ নেন।
অনুষ্ঠানে ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান মো. আল মুরসালিন সম্রাট। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক মো. বদরুল হুদা সোহেল।