কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ এবার পুলিশের সর্বোচ্চ পদক প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পাচ্ছেন কিশোরগঞ্জের কৃতী সন্তান কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভীর সালেহীন ইমন।
গত বছর দ্বিতীয় সর্ব্বোচ্চ পদক ‘আইজিপি গুড সার্ভিসেস ব্যাজ’ পেয়েছিলেন চৌকস এই পুলিশ কর্মকর্তা।
২০১৬ সালের নভেম্বর মাসে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে কুমিল্লা সদর সার্কেলে যোগদান করেন তানভীর সালেহীন ইমন। এর আগে তিনি এএসপি হেডকোর্য়াটার এর দায়িত্ব পালন করেন।
কুমিল্লায় যোগ দেয়ার আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন তানভীর সালেহীন ইমন।
২৮তম বিসিএসে পুলিশ প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ তানভীর সালেহীন ইমন করিমগঞ্জের বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক মো. ইকবাল এর ছেলে।
জাতির পিতা বঙ্গবন্ধু, বাঙালি সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনার প্রশ্নে আপোষহীন এই পুলিশ কর্মকর্তা বিশ্বাস করেন, ‘মানবের তরে মাটির পৃথিবী দানবের তরে নয়’।