www.kishoreganjnews.com

নিকলীতে আখড়ার ৯ মূর্তি চুরি



[ খাইরুল মোমেন স্বপন, স্টাফ রিপোর্টার, নিকলী | ৪ জানুয়ারি ২০১৮, বৃহস্পতিবার, ৫:১৮ | কিশোরগঞ্জ ]


নিকলীতে পাঁচশ’ বছরের ঐতিহ্যবাহি গোবিন্দপুর চন্দ্রনাথ গোস্বামীর আখড়া থেকে বুধবার রাতে দেব-দেবীর ৯টি পিতলের মূর্তি ও নগদ টাকা চুরি হয়েছে।

আখড়া ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, চন্দ্রনাথ গোস্বামীর আখড়াটিতে বুধবার রাতের কোন এক সময় একদল সংঘবদ্ধ চোর মন্দিরের তালা ভেঙ্গে প্রবেশ করে। চোরচক্র বিভিন্ন সময়ে আখড়াটিতে ভক্তদের মানতকৃত ৩টি গোপাল, ২টি রাধাকৃষ্ণ, ২টি গৌর নিতাই মূর্তিসহ নগদ প্রায় ১৫ হাজার টাকা নিয়ে যায়।

আখড়া পরিচালনা কমিটির যুগ্মসম্পাদক পলাশ সূত্রধর জানান, চুরি যাওয়া মূর্তিগুলি পিতলের তৈরী। ওজন প্রায় ২০ কেজি। তিনি বলেন, আখড়াটি সোয়াইজনী নদীর পাড়ে অত্যন্ত দৃষ্টিনন্দন ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ববাহি। বিরল মার্বেল পাথরের মেঝে, কাঠ খোদাই সীতার বস্ত্রহরণসহ নানা রকম শিল্পকর্মের নিদর্শন সমৃদ্ধ। এখানে দিবারাত্র বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অবাধ যাতায়াত রয়েছে। বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত চন্দ্রাবতীর কথা নামের চলচিত্রের শ্যুটিংও এ আখড়াটিতে হয়েছে। বিকাল পর্যন্ত এই চুরির ঘটনায় থানায় মামলা হয়নি বলেও তিনি জানান।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com