তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের ইছাপশর গ্রামে ২০৮জন গ্রাহকের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে এর উদ্বোধন করেন স্থানীয় এমপি, শ্রম ও কর্ম সংস্থান প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মুজিবুল হক চুন্নুর এপিএস মো. আমিনুল ইসলাম বাবলু।
মাজহারুল ইসলাম নিউটনের সঞ্চালনায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. কামাল উদ্দিন ভূঞা কাঞ্চন, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন ভূঞা, কিশোরগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির এজিএম মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম ভূঞা প্রমুখ।
নতুন এই বিদ্যুৎ সংযোগের ফলে ইছাপশর গ্রামের ২০৮টি পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত হওয়ার সুযোগ পেয়েছে।