তাড়াইলে দলিল লিখক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে নতুন কমিটি গঠিত হয়েছে।
এতে সভাপতি পদে মো. আশিকুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে মো. মাজেদুল হক লিটন নির্বাচিত হয়েছেন।
তাড়াইল উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিস মিলনায়তনে শনিবার সকালে উপজেলা দলিল লিখক সমিতির এই ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় দলিল লিখক সমিতির ৭৩ জন সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সম্মেলনে সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য সাত জন উপদেষ্টাসহ ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।