ভৈরবে একশ’ পিস ইয়াবাসহ ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের বুকিং সহকারী দিদারুল আলম মোল্লাকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে ভৈরব রেলস্টেশন এলাকার ঘোড়াকান্দা পলাশ সিনেমা হল মোড় থেকে তাকে আটক করা হয়।
আটক হওয়া বুকিং সহকারী দিদারুল আলম মোল্লা মুন্সিগঞ্জ জেলা সদরের ধলাগাঁও গ্রামের আবদুর রহমান মোল্লার ছেলে। দিদারুল আলম মোল্লা ভৈরব শহরের ঘোড়াকান্দা এলাকার মোহাম্মদ আলীর ভাড়াটিয়া।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৫টার দিকে রেলস্টেশন এলাকার ঘোড়াকান্দা পলাশ সিনেমা হল মোড় থেকে দিদারুল আলম মোল্লাকে পুলিশ আটক করে। এ সময় তার কাছ থেকে একশ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ভৈরব থানার এসআই অভিজিৎ চৌধুরী বাদী হয়ে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।