www.kishoreganjnews.com

অনলাইন লাইভ

মজিদ মিয়ার ঈদ শপিং



[ আহমাদ ফরিদ | ২ জুলাই ২০১৭, রবিবার, ১১:৫৮ | সাহিত্য ]


মজিদ মিয়া শপিং করতে
গিয়েছিল ঢাকা
সঙ্গে করে নিয়েছিল
জমানো সব টাকা।

ট্রেন থেকে নামলো মজিদ
এই তাহলে ঢাকা?
পকেট চেক করে দেখে
নেই সেখানে টাকা।

ভেঙ্গে পড়লো মাথায় আকাশ
কই গেল সব টাকা?
এ জন্যই মা বলেছিলেন
যাসনে খোকা ঢাকা।

বিপদে যে পড়েই মজিদ
মায়ের কথা ভাবে
খিদে আছে টাকা ছাড়া
এখন সে কি খাবে?

আন্ডারওয়ারের পকেটে ছিল
মজিদের সব টাকা
কোন কৌশলে চোরেরা তার
পকেট করলো ফাঁকা?

রাগে দুঃখে কাঁদে মজিদ
কি এখন আর করা?
পকেট খালি পেট খালি
মজিদ এখন মরা।

ঈদ টিদ সব পরের কথা
মজিদ এখন ভাবে
বাড়ি যেতেও টাকা লাগে
তা কোথায় সে পাবে?

পেটের খিদায় কাতর মজিদ
শরীরে নাই বল
পানি খেতে চাইলো মজিদ
পায়না খুঁজে কল।

ঢাকা শহর আজব শহর
মজিদ এখন ভাবে
চিন্তা তার একটাই এখন
কেমনে বাড়ি যাবে??



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]



প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com