www.kishoreganjnews.com

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী



[ কিশোরগঞ্জ নিউজ ডেস্ক | ৩ জুন ২০১৭, শনিবার, ১১:১১ | শিক্ষা ]


জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ) বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে প্রশিক্ষন ও গবেষণাধর্মী জাতীয় প্রতিষ্ঠান। স্বাধীন বাংলাদেশে গঠিত প্রথম শিক্ষা কমিশন (কুদরত ই খুদা কমিশন) প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয়ক সুপারিশের আলোকে ময়মনসিংহ শহরে ৫.২৩ একর জায়গায় ১৯৭৮ সালে মেীলিক শিক্ষা একাডেমী নামে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। পরবর্তীতে ১৯৮৫ সালে এর নাম পরিবর্তন করে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ একাডেমী (নেপ) প্রতিষ্ঠা করা হয়। প্রাথমিক শিক্ষা, প্রশিক্ষণও গবেষণা কার্যক্রমকে অধিকতর শক্তিশালী ও আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে ২০০৪ সালের ১লা অক্টোবর সরকার প্রতিষ্ঠানটিকে সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে ঘোষণা করে। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠানটি প্রাথমিক পর্যায়ের কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন ধরণের প্রশিক্ষণ প্রদান করে আসছে।

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ) এর ভিশন: ফলপ্রসু শিক্ষা কার্যক্রম সম্পাদনের মাধ্যমে মানসম্মত প্রাথমিক শিক্ষা উন্নয়ন, বাস্তবায়ন এবং প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের পেশাগত দক্ষতার সর্বাধিক মানোন্নয়ন করা।

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ) এর মিশন: প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের পেশাগত দক্ষতার উন্নয়ন করা,
মানসম্মত শিখন-শেখানো কার্যক্রম উদ্ভাবন, প্রাথমিক শিক্ষাক্রম উন্নয়ন; এবং প্রাথমিক শিক্ষা সংক্রান্ত সমস্যার সমাধান বিষয়ক গবেষণা কার্যক্রম পরিচালনা করা;
সময়োপযোগী ও চাহিদাভিত্তিক প্রশিক্ষণ সামগ্রী তৈরি এবং প্রশিক্ষণ পরিচালনা,
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য সি-ইন-এড শিক্ষাক্রম উন্নয়ন হালফিলকরণ এবং সিইনএড প্রশিক্ষণ ব্যবস্থাপনা,
মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করা

নেপ এর কর্মপরিধি: প্রাথমিক শিক্ষায় প্রশিক্ষণ ও গবেষণা
সিইনএড কার্যক্রম পরিচালনা ও তত্ত্বাবধান,
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও বিতরণ,
প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ শিক্ষাক্রম উন্নয়ন.পরিমার্জন ও প্রশিক্ষণ সামগ্রী প্রণয়ন,
গবেষণাপত্র, প্রাথমিক শিক্ষার উন্নয়নে মৌলিক ও উদ্ভাবনীমূলক রটনা সম্বলিত জার্ণাল প্রকাশ,
প্রাথমিক শিক্ষার মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রদান,
সরকারের প্রাথমিক শিক্ষা সংক্রান্ত নীতি ও কর্মসূচী বাস্তবায়নে সহযোগিতা ও সুপারিশ প্রদান এবং
প্রাথমিক স্তরের শিক্ষাক্রম উন্নয়ন/ পরিমার্জনও পাঠ্যপুস্তক প্রণয়নে যথাযথ সহায়তা প্রদান।

অনুষদসমূহ: টেস্টিং এন্ড ইভালুয়েশন অনুষদ
পরিকল্পনা ও ব্যবস্থাপনা অনুষদ
ভাষা অনুষদ
সমাজ বিজ্ঞান অনুষদ
বিজ্ঞান ও গণিত অনুষদ
গবেষণা ও কারিকুলাম অনুষদ
মনিটরিং ও সুপারভিশন অনুষদ

জনবল: মহাপরিচালক-০১
পরিচালক-০১
উপ পরিচালক-০২
ঊর্ধ্বতন বিশেষজ্ঞ-০৭
বিশেষজ্ঞ-১১
সহকারি বিশেষজ্ঞ-২২
অন্যান্য কর্মকর্তা ও সাপোর্ট স্টাফ – ৫৩ সহ নেপ এর অনুমোদিত জনবল ৯৭ জন।

নেপ কর্তৃক পরিচালিত প্রশিক্ষণসমূহ:
নবনিযুক্ত কর্মকর্তাদের জন্য ওরিয়েন্টেশন কোর্স,
প্রাথমিক শিক্ষার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের জন্য মৌলিক/ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স,
স্কুল ম্যানেজমেন্ট ও একাডেমিক সুপারভিশন বিষয়ক প্রশিক্ষণ কোর্স,
অফিস ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্স,
আইসিটি/কম্পিউটার বিষয়ক প্রশিক্ষণ কোর্স,
প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স, শিক্ষা প্রশাসকদের পেশাগত মানোন্নয়ন বিষয়ক প্রশিক্ষন কোর্স,
অন্যান্য মন্ত্রণালয়, বিভাগ/প্রতিষ্ঠানের পক্ষে পরিচালিত টেইলরমেড কোর্স এবং
পিটিআই ইন্সট্রাকটরদের জন্য বিষয়ভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com