www.kishoreganjnews.com

অনলাইন লাইভ

হ্যাকার[ আহমাদ ফরিদ | ৪ জুলাই ২০১৭, মঙ্গলবার, ৭:৫৯ | সাহিত্য ]


নাই নাই নাইরে ভাই
শান্তি আর নাই
ফেসবুকেও চোর দেখি
বলেন কোথায় যাই?

ডিজিটাল জগতে আর
নিরাপত্তাই নাই
এই চোরদের জ্বালাতনে
কোথায় যে পালাই।

কথায় কথায় তারা এখন
আইডি হ্যাক করে
জালিয়াতি করে তারা
নিচ্ছে পকেট ভরে।

একজনের নাম করে যে
এই চোরেরা হায়
জনে জনে ম্যাসেজ করে
টাকা পয়সা চায়।

সরলতার ফাঁদে পড়ে
কিছু লোক হায়
এই চোরদের দাবী মত
টাকা যে পাঠায়।

এই করে সেই চোরেরা
লুটে নিচ্ছে টাকা
সরল মনা আম জনতার
পকেট হচ্ছে ফাঁকা।[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com