এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতনের শতকরা ১০ ভাগ অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট্রের জন্য কর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে হোসেনপুরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হোসেনপুর উপজেলা শাখার উদ্যোগে বুধবার দুপুরে এই কর্মসূচি পালন করা হয়।
উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম জিন্নাত আক্তার, কিশোরগঞ্জ জেলা শিক্ষক সমিতির অর্থ সম্পাদক প্রদীপ কুমার সরকার, উপজেলা শিক্ষক সমিতির যুগ্মসাধারণ সম্পাদক বিশ্বজিৎ সরকার, শিক্ষক নেতা ফজলুল হক প্রমুখ বক্তৃতা করেন।
বক্তারা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতনের শতকরা ৬ ভাগের পরিবর্তে ১০ ভাগ কর্তনের সাম্প্রতিক সিদ্ধান্তকে অযৌক্তিক ও অমানবিক উল্লেখ করে এ সংক্রান্ত গেজেট প্রত্যাহারের দাবি জানান।