বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতনের শতকরা ১০ ভাগ অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট্রের জন্য কর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে পাকুন্দিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল ১১টায় উপজেলা গেইটের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি পাকুন্দিয়া উপজেলা শাখা এই কর্মসূচি পালন করে।
কর্মসূচীতে সংহতি প্রকাশ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু।
মানববন্ধনে বাংলাদেশ শিক্ষক সমিতি পাকুন্দিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ নেকবর আলী ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শাহজাহান ছাড়াও অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ বক্তৃতা করেন। তারা তাদের বক্তৃতায় বলেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতনের ১০ শতাংশ কর্তনের বিষয়ে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, তা অমানবিক ও অযৌক্তিক। এতে শিক্ষক সমাজ ক্ষুব্ধ ও হতাশ। অবিলম্বে এই প্রজ্ঞাপন বাতিল করতে হবে।