www.kishoreganjnews.com

ব্রেকিং নিউজ :: নিকলীতে আওয়ামী লীগ প্রার্থী তুলিপ চেয়ারম্যান নির্বাচিত



[ স্টাফ রিপোর্টার | ১৩ জুলাই ২০১৭, বৃহস্পতিবার, ৫:৪৮ | রাজনীতি ]


নিকলী সদর ইউনিয়নের চেয়ারম্যান পদের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী কারার শাহরিয়ার আহম্মেদ তুলিপ বিজয়ী হয়েছেন। উপনির্বাচনের একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ডা. কফিল উদ্দিন আহম্মেদকে তিনি এক হাজার ৪৮১ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী কারার শাহরিয়ার আহম্মেদ তুলিপ পেয়েছেন ৮ হাজার ৬২০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ডা. কফিল উদ্দিন আহম্মেদ ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ১৩৯ ভোট। উপনির্বাচনের রিটার্নিং অফিসার ফরিদ উদ্দিন আহম্মেদ এই ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।

রিটার্নিং অফিসার ফরিদ উদ্দিন আহম্মেদ জানিয়েছেন, ইউনিয়নের মোট ২২ হাজার ৬৬২ ভোটারের মধ্যে উপনির্বাচনে মোট ১৫ হাজার ৭৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে উপনির্বাচনের ভোট গ্রহণ করা হয়।

চলতি বছরের ১৯শে মে নিকলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কারার বুরহান উদ্দিনের মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য হয়। ৪ঠা জুন উপজেলা নির্বাচন অফিস শূন্য পদটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। এতে আওয়ামী লীগ ও বিএনপির দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে প্রার্থী হন উপজেলা ছাত্রলীগ সভাপতি ও প্রয়াত চেয়ারম্যান পুত্র কারার শাহরিয়ার আহম্মেদ তুলিপ। অন্যদিকে বিএনপি’র মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন দলটির উপজেলা কমিটির সিনিয়র সহসভাপতি ডা. কফিল উদ্দিন আহম্মেদ।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com