www.kishoreganjnews.com

অনলাইন লাইভ ছড়া

বনের মোষ



[ আহমাদ ফরিদ | ১৩ জুলাই ২০১৭, বৃহস্পতিবার, ৮:৪৪ | সাহিত্য ]


মনটা আমার বোঝা
মনটা তাই ভারি-
মনে হচ্ছে বুকের উপর
চলছে একটা গাড়ি।

বেঁচে থাকার ভিষণ মজা
ছিল এক সময়-
মনে হচ্ছে এখন বাঁচার
সময় এটা নয়।

বনের মোষ কাউকেতো
তাড়াতেই হয়-
মোষ তাড়াতে গিয়ে বুঝি
কাজটা আমার নয়।

মোষ তাড়ানো বাদ দিয়ে
ফিরতে চাই ঘরে-
বেঁচে থাকতে তা হবেনা
বাঁচতে হবে মরে।

তাই এখন মরার সময়
বাঁচার সময় নয়-
মরে গিয়েই করতে হবে
আমার বিশ্ব জয়।।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]



প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com