www.kishoreganjnews.com

নিকলীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা



[ নিকলী প্রতিনিধি | ৫ জুন ২০১৭, সোমবার, ৫:৫১ | কিশোরগঞ্জ ]


বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নিকলীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ও বেসরকারি সংস্থা প্ল্যান বাংলাদেশ-এর সহযোগিতায় সোমবার সকালে দৈনিক মানবজমিন প্রতিনিধি খাইরুল মোমেন স্বপন পরিচালিত স্কুল অব আর্ট-এ এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের অর্ধশতাধিক ক্ষুদে আঁকিয়ে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে ‘আমি প্রকৃতির, প্রকৃতি আমার’ এই শ্লোগানকে সামনে রেখে র‌্যালি বের করা হয়।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার মো. নাসির উদ্দিন মাহমুদ। প্ল্যান বাংলাদেশ-এর সমন্বয়কারী মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম। অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান রৌশন আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নূরুজ্জামান হাবীবসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। একই দিন একই বিষয়ে ব্লু বার্ড কিন্ডার গার্টেন নামে অপর একটি বিদ্যালয়েও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন হয়।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com