র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কিশোরগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল ও বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদণি করে। জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাসের নেতৃত্বে র্যালিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল উপসচিব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আওয়াল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোঃ আবদুল মান্নান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ, নারীনেত্রী বিলকিস বেগমসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘প্রাণের স্পন্দনে, প্রকৃতির বন্ধনে’ প্রতিপাদ্যের ওপর আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল উপসচিব। এতে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মোহাম্মদ ভূঁইয়া, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোঃ আসাদ উল্লাহ, অধ্যক্ষ রফিকুল ইসলাম খান, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাসউদ, সনাক সভাপতি সাইফুল হক মোল্লা দুলু, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের ট্রাস্ট্রি রিপন রায় লিপু প্রমুখ বক্তৃতা করেন।