www.kishoreganjnews.com

মাদরাসা বোর্ডে ১৯তম স্থান দখলকারী

ভাঙ্গা টিনের ঘরে চলছে নোহার মাদরাসার পাঠদান



[ তানভীর আহমেদ | ১৫ জুলাই ২০১৭, শনিবার, ২:০৪ | শিক্ষা ]


অর্ধ শতাব্দিরও বেশি সময় ধরে অবহেলিত রয়েছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী নোহার নান্দলা আলিম মাদরাসা। প্রতিষ্ঠার ৫৪ বছর পরও প্রতিষ্ঠানটির অবকাঠামো উন্নয়ন ঘটেনি। পাঠদান চলছে ভাঙ্গা টিনের ঘরে। অথচ সারা দেশে মাদরাসা বোর্ডের অধিনে ২০১২ সালের আলিম পরীক্ষায় ১৯তম স্থান দখলসহ প্রাপ্তির ঝুড়িতে রয়েছে অনেক সফলতা।

কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের ছায়া সুনিবিড় পরিবেশে মাদরাসাটির অবস্থান। মাদরাসাটির রয়েছে বিশাল এক গৌরবময় ইতিহাস। প্রতি বছরই মাদরাসা বোর্ডের ফলাফলে প্রতিষ্ঠানটি ঈর্ষণীয় ফলাফল অর্জন করছে। এর মধ্যে ২০১২ সালের আলিম পরীক্ষায় প্রতিষ্ঠানটি ১৯তম স্থান দখল করে। প্রতি বছরই পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে এ মাদরাসার একাধিক শিক্ষার্থী।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বর্তমানে মাদরাসাটিতে প্রায় ১২০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে। শ্রেণিকক্ষ সংকটের কারণে তাদের কাঙ্ক্ষিত শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম আকন্দ বলেন, দ্বীনি শিক্ষার পাশাপাশি প্রতিষ্ঠানটি আধুনিক শিক্ষায়ও ব্যাপক ভূমিকা রাখছে। কিন্তু অবকাঠামোর দিক থেকে তারা পিছিয়ে রয়েছেন। দীর্ঘদিনেও প্রতিষ্ঠানটি কোন পাকা ভবন পায়নি। ফলে পুরাতন ভাঙ্গা টিনের ঘরেই শিক্ষার্থীদের পাঠদান করাতে হচ্ছে।

মাদরাসা কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান এবি সিদ্দিক খোকা বলেন, সরকার শিক্ষার উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে। এই প্রতিষ্ঠানটির প্রতিও সরকারের সুদৃষ্টি পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

এলাকাবাসী বলছেন, সরকারের একটু সহযোগিতা পেলে সুশিক্ষার পাশাপাশি সমৃদ্ধ দেশ গঠনে আরো কার্যকর ভূমিকা রাখতে পারবে মাদরাসাটি।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com